একটি নদীর দুইটি কূল
দুইটি মনের দুইটি ভুল,
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল।
ছোট ছোট কিছু কথা
ছোট ছোট কিছু আশা,
সুখের ঘরে ভিড় করে
ছোট ছোট ভালবাসা।
দু’জন মোরা দুইজনা
দুইয়ে মিলে একাকার,
দুঃখ যদি আসে কভু
কেউ হবোনা কারো পর।
যতন করে রেখ সখি
সেই প্রেমের ফুল।
কন্ঠ ও সুর: জেমস
কথা: জেমস, বিশু শিকদার