দুষ্টু ছেলের দল

দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল।

মোরা শাসন মানিনা,
বারণ-ও শুনিনা
করি তাল-বাহানা,
করি নানা ছলনা,
মোরা গলা ছেড়ে গান গাই
গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই।

দে দে তালি, দে তালি
প্রেম-প্রেম-প্রেম-প্রেমে-প্রেমে-প্রেমে খেলা খেলি
স্বপনের জগতে লীলা খেলি
মোরা হাটে হাড়ি ভাঙ্গি,
ভরা গাঙ্গে ধরি পাড়ি,
ডুব সাতারের খেল, খেল খেলাই।

চায়ের কাপে ঝড় তুলি, তুড়ি দিয়ে কথা বলি,
মোরা সুন্দরী মেয়ে দেখে বাজাই সিটি
দেরি করে স্কুলে আসি, লাস্ট বেঞ্চে বসি,
ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখি।
প্রেমিকার তিলে, প্রেমের মদিনা,
মার ছক্কা।

প্রিয় মুখ দেখে বাতাসে চুমু খাই
ঊঊউউম্মাহ, ঊঊউউম্মাহ।

সারা দিন বনবন, সারা দিন টইটই
দিয়ে যাই তালে তাল
পাবলিক, দে তালি
করি নানা গুল বাজী,
অকাজের বড় কাজী
ঠনাঠনাঠনাঠনঠন কাজের বেলায়।

কন্ঠ ও সুর: জেমস
কথা: জেমস, বিশু শিকদার