যেদিকে তাকাই

ঘরের দুয়ার থেকে দূরের সীমান্ত,
শুরু থেকে শেষ আদি থেকে অন্ত।
অতল পাতাল থেকে নীল আকাশ নিঃসীম,
উত্তর-দক্ষিন পূর্ব-পশ্চিম।

যেদিকে তাকাই শুধু আমি,
আর আমার মধ্যে তুমি।
আমার মধ্যে, আমি যেন আমি নই
আমি যেন তুমি।
একাকার হয়ে গেছি
তুমি আর আমি।

রাতের আঁধার থেকে আলোর অনন্তে,
লোকালয় থেকে দূরে বন বনান্তে।
ধূসর মরু থেকে বরফ গলা নদী,
কোলাহল ছেড়ে দূরে নীল ইরাবতি।

দূরে দূরে ঘুরে আমি খুঁজি তোমাকে,
সারাদিন থাকি আমি পথ চেয়ে।
একই সুরে বাঁধা যেন তুমি আর আমি,
তোমার কথাই বাজে মনে দিবস ও নিশি।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস