অবরোধ

যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো
অবরোধে দেশটা ছিলো অন্ধ,
না গাড়ি, না বাস, না ট্রেন,
শুধু রিকশা ছিলো।

যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো
দেশটা ছিলো শ্লোগানে মুখর,
না স্কুল, না কলেজ, না অফিস,
শুনশান রাস্তা ছিলো।

ছিলো প্রেম আর অধিকারের দাবি,
পথে পথে রাজনীতির ছবি,
তবু স্বপ্ন ছিলো।

কী যে রোমান্স বয়ে গেলো
যেদিন তোমার সাথে প্রথম প্রণয় হলো,
ছিলো মিছিল, মিটিং আর পাল্টা ধাওয়া
হঠাৎ উত্তেজনা।

ছিলো প্রেম আর স্বজন হারার শোক
জনমনে আহাজারি বিক্ষোভ,
তবু আশা ছিলো।

কী যে স্বপ্ন ছুঁয়ে গেলো
যেদিন তোমার সাথে প্রথম কথা হলো,
ছিলো পিকেটার, ছিলো জলকামান আর ছিন্নমূলের দল
ছিলো প্রেম আর মিছিল নগরী,
সারাদেশে ছিলো সতর্ক দৃষ্টি
তবু আশা ছিলো।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস