শারাবী

আমি বিষ খেতে পারিনা, তাই অমৃত চাই
আমি মরতে পারিনা, তাই বাচঁতে চাই।
আমি ছিলাম, আমি আছি।
আমি বিষ খেতে পারিনা, তাই অমৃত চাই
আমি চুপ করে আছি তাই, বলতে চাই।
আমি ছিলাম, আমি আছি।

আমি সেই শেষ সারাবি।।
আমিও ছিলাম, আমিও আছি।।

জেগে থাকা রাতের পানশালায়, ফিরে আসি বারবার।
জেগে থাকা শেষ পেয়ালায়, চুমুকেই খুঁজি আশ্রয় পশ্রয়।
জেগে থাকে বারটেন্ডার, জেগে থাকি আমি।
জেগে থাকে শেষ রাতে, মাতাল সাথী।

আমিও ছিলাম, আমিও আছি।।

প্রিয় সেই সুরার টানে, ফিরে আসি আমি
অমৃত সুধার ঘোরে, কেটে যায় ঘোর-যামিনী রজনী।
জেগে থাকে শেষ রাত, জেগে থাকে সিগনাল বাতি
জেগে থাকে রূপসী রাতে, সুন্দরী সাখি।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস