নির্বোধ প্রাসাদ

বার-বার করেছি আঘাত
খোলেনি দুয়ার;
নিরুত্তর নির্বোধ প্রাসাদ,
অবরুদ্ধ অন্তঃপুর নিঃসাড় পাষাণে।
চিক্কণ চূড়ায় ওঠে শব্দহীন উদ্ধত নিষেধ,
মনোলীন মণিকার আচ্ছাদনী মেদ।