রহস্য

কার কথা আছে লেগে
সন্ধ্যার লাল মেঘে
দেবে না আমায় আজও কি দেবে না জানতে!
কোন জীবনের আশা,
ভুলে-যাওয়া ভালোবাসা
রাঙায় হাওয়ার চলতিপথের প্রান্ত।
সোনায় সিঁদুরে মাখা,
আগুনে আবিরে আঁকা,
স্বপ্নের দেশ কী-আশ্চর্য জ্বলে।
অবোধ কবির প্রাণে
প্রেমের প্রথম টানে
কল্পনা যেন হঠাৎ অবাধ হ’লো।
কত রহস্যে ভরা,
শত বিস্ময়ে গড়া
লাল সন্ধ্যার লম্বা বারান্দায়,
সিঁড়ির বাঁকের কাছে
আজও কি দাঁড়িয়ে আছে
সুন্দরী অতলান্তা মিরান্দা?
বস্তুরূপের ভিড়ে
যা-কিছু রেখেছে ঘিরে
এ-আকাশ তার মুছে নিলে অস্তিত্ব;
শুধু সুর, শুধু হাওয়া,
নিঃশব্দের ছায়া,
এই সব, সর্বস্ব, এই-তে সত্য।
মৃত্যুর চোখে ধুলো দিয়ে মুহূর্তগুলো।
অমরাবতীর শহরতলিতে এসে,
হঠাৎ উল্টো টানে
মিলালো-যে কোনখানে
মর্ত্য রাতের নিয়তির নীলে মেশা।
মনে হয়েছিলো যারে
পৃথিবীর পরপারে
স্বর্গ-নগর, স্বপ্নের রাজধানী,
ঢেকে দিলো সেই লাল
ক্ষমাহীন ক্ষণকাল,
পাতাল-কালোয় ডুবে গেলে তার মানে
তবু কোনো দূর মেঘে
এখনও কি নেই লেগে
এখানে হারালো যে-অলকনন্দা?
সে কি এই, সে কি এই,
কি নেই, না কি নেই-
সুন্দরী অতলান্তা মিরান্দা!