আমিও শহীদ হয়ে যাবো

পুনরায় কোন মহান গণ আন্দোলন শুরু হলে
আমিও আসাদের মতো
শহীদ হয়ে
তোমাদের স্মৃতির মণিকোঠায
জ্বেলে রাখবো অলৌকিক শহীদ উজ্জ্বল বাতি!

তুমি বাতি দেখে একদা ভীষণ ভয় করতে-
আলোয় তোমার মুখ দেখা যায় বলে
কেবলি আঁধারে মুখ রাখতে-
মুখ ঢাকতে ঢাকতে এখন
তোমার চেহারায় কালো দাগ

আমি বারবার তোমার মুখের কালো দাগ মুছে দিতে চেয়েছি
তুমি মুখ লুকিয়ে রাখো-
পাছে মুখের সঠিক কারুকাজ ধরা পড়ে যায়!

আমি আঁধার থেকে আলোয় আসতে চাই
তুমি তোমার বাহু দিয়ে শরীর জড়িয়ে রাখো
মিছিলে রক্তের খেলা হয় বলে!

আমি খেলতে খেলতে বাঁচতে চাই
বাঁচতে বাঁচতে মরতে চাই
মরতে মরতে তোমার বুকে
উজল করে লিখে যাবো

এইতো আমি শহীদ হলাম
শহীদ হলাম
তোমার বুকেই শহীদ হলাম!

৬/২/১৯৭৩