দীর্ঘায়ু, কপিল গুহায়

কে জানে, নদীর উৎসে
বিশ্বপটের ছায়া

পিঙ্গল আকাশে, পাখির
ওড়াউড়ি, হয়তোবা
মুক্তির পুণর আশা।

প্রকরণে, এও কি সম্ভব?
-প্রকৃতির দুয়ারে দুয়ারে, চেতনায়
তোমার ফিরে চাওয়া।

উত্তরণে, অমর তৃষ্ণায়
হয়তোবা, দগ্ধদিনে
গোধূলিতে, আমাদের মান্যজীবনে
দীর্ঘায়ু; কপিলগুহায়

১২/৭/১৯৮৩