হিংস্রতা, পরতে পরতে

দীর্ঘায়ু-যে, পরতে পরতে তোমার
হিংস্রতা।

শিকড়ে জলের ভিক্ষা, হয়তোবা
চেতনাতেও।
চৈতন্যের দীক্ষায়
ব্যাকুল আকুলতা, হয়তোবা
জীবনে-ইতিহাসে।

কে যাবে সঙ্গে, কিশোর
ক্লিন্ন নরকে
মানবিকতাও দেখি
ট্রাজিকে-উল্লাসে।

অগণন কুণ্ডলী, পাকিয়ে
উঠেছে আগুন
হিংস্রতা, পরতে পরতে তোমার
হিরণ্যকশিপু।

২০/৭/১৯৮৩