আলো আধারে

আলো আঁধারে ছিলে ছায়ার মত
জীবনের সামনে এলে অগোচরে,
সাথী হবে ভাবিনি তুমি আমার
তুমি আছো আছো বহু কাছে।

রাত শেষে সোনালী রোদে
ঘুম জড়ানো অলস সকাল বেলা,
অবসরে পড়ার টেবিলে
গোধূলী ক্ষনে আমার গানে গানে।

আর কিছু নয় শুধু তোমার ছোঁয়া
পিদিম জ্বালিয়ে সাজাবো এই ভূবন,
দূরে যাওয়ার নেই নেই কোনো ভয়
জড়িয়ে আছো তুমি জীবন শাখায়।

কন্ঠ: নাসিম আলী খান
*রিদম প্রোগ্রামিং এ সহায়তা করেছেন “জুয়েল”