প্রথম বেলার

প্রথম বেলার অ, আ, ক, খ পড়া,
ছিলো স্বপ্নে মোড়া।
দিন যত যায় ভাবি
সেদিন কোথায়?
তাইরে নাইরে, তাইরে নাইরে
সেদিন পাগল করা।

প্রথম বেলার প্রথম সবকিছুই
বড়ো প্রাণময়,
ভোলবার নয় সেই প্রথম বেলায় দেখা
প্রথম সূর্যদয়।

ভোলাবার নয় প্রথম দেখা,
মায়ের মুখের হাসি জগৎ কাড়া।

প্রথম বেলার প্রথম সবকিছুই
ভোলা বড় দায়,
প্রথম বেলার সব মিঠে কড়া স্মৃতি,
আজও স্বপ্ন ছড়ায়।

প্রথম বেলার প্রথম সবকিছুই
স্বপ্নতো নয়,
প্রথম বেলার সেই প্রথম স্বপ্নে হয়
জীবন কাব্যময়।

ছন্দে ভরা হয়ে কখনো হাসায়,
কখনো কাঁদায় হয়ে ছন্দ হারা।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য