এ কোমল পরানে সই গো
জ্বালা পোড়া সয় না
আমি যার পাগল তারে না পাইলে
কারে কই মনের বেদনা।।
যেদিন হইতে প্রেম শিখাইল
প্রতিজ্ঞা করিয়াছিল
প্রাণ থাকতে ভুলবে না
কই রইল তার ভালোবাসা
মন দিয়াও তার মন পাইলাম না।।
এই বুঝি তোর মনে ছিল
কুল ছাড়া আমায় করিল
কেউ নাই আপনা
ঘরে বাইরে হইলাম দোষী
কেউ মোরে ভালোবাসে না।।
না মেনে পিরিতি করে
মন দিয়াছি মনচোরারে
তবু তার হইলাম না
পিরিতের শেল বুকে লইয়া
ফকির দুর্বিন শাহ দেশে রওয়ানা।।
(সখির সনে রাধার উক্তি)