এই দেহ স্টিমার

এই দেহ স্টিমার
নুর নবি প্যাসেঞ্জার
নিজে খোদা টিকেট মাস্টার
জাহাজের মাঝার।।

শোনো বলি জাহাজের সংখ্যা
দুই ধারেতে দুইটি পাঙ্খ
চোদ্দো পোয়া অঙ্গে মাখা
চক্ষু দুরবিন তার
নাছুত মোকামের ঘরে
মহাজনে খেলা করে
কানপুরে কাঁটা ঘোরে
ঘড়ির মাঝার।।

বিনা লাইনে চলে গাড়ি
আগুন পানি সব ভরতি
দুই পায়ে কাঁপি মাঠে
জাহাজের মাঝার
উপরে হাওয়া, নিচে পানি
মাঝখানে আগুনের খনি
জ্বলিতেছে দিন রজনী
করে হাহাকার।।

এই দেহেতে প্রেম নদী
তার ভিতরে ছয়টি বাদী
মণিপুরে বন্ধ করলে
টিকেট হয় শুমার
লইও না কেহ পরের ছল্লা
কাঁধে রোখ বুদ্ধির ছালা
মিজানের পঁড়িপাল্লা
থাইকো হুঁশিয়ার।।

বাহাত্তর হাজার তারে
টেলি চলে মণিপুরে
মহাজন বসিয়া দ্বারে
দেখিতেছে তার
তারে তারে লাগে ঘষা
আগুন উঠে হইয়া ফর্সা
বলে পাগল এ দুর্বিন শাহ
দেখতে চমৎকার।।

(দেহতত্ত্ব)