একদিন আসবে পরকাল
ছরকাত ও মৌত
জানো ঘোর আজাব
ও ঘোর ছওয়াল।।
যে দিন রে কয়বরে যাবে
মান রাব্বকা জিজ্ঞাসিবে
নানকির ও মনকির আসিয়া
করিবেন বিষম সওয়াল।
রোম্মান নামে যে ফিরিস্তা
গুর্জ নিয়া থাকবে সেথা
সওয়ালের জওয়াব না দিলে
ঘটাবে বিষম জঞ্জাল।।
গুর্জ মারবে শিরের পরে
ফিরিস্তা ধরিবে জোরে
দোজখের আজাবে পড়ে
থাকতে হবে বহুকাল
যে দিন ওই হাশর হইবে
সেদিন তোমায় উঠাইবে
নফসি নফসি বলে কাঁদবে
সকলে হবে বেহাল।।
সে হাশরের উকিল রে মন
নুর মোহাম্মদ নবি যে জন
হজরত আলি হাসন হুসন
আর মা ফাতেমা কামাল।
ওরা যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তরে
নামাজ রোজা বিনা
কারে নিবে না নবি জামান।।
নামাজ রোজা দেহের গয়না
জানো সেই উকিলের বায়না
তবে থাকতে দিতে পারলে
থাকবে তোর ঈমান বহাল।
হাতে পুঁজি না থাকিলে
ঠেকবে রে হিসাবের কালে
পাগলও দুর্বিন শাহ বলে
ছাড়বে না রে জুল জালাল।।
(আখেরতত্ত্ব)