আলিমুল গাইব খোদা

আলিমুল গাইব খোদা
সাফিউল মজনুবী দয়াল নবি
নিজ নুরে করেছেন পয়দা।।

ছিলেন নিরাকার, প্রভু করতার
আপনার এশকে হয়ে ফিদা
আহাদ হইতে আপন কুদরতে
জাতি নুর করেছেন জুদা।।

ও নুর আহম্মদে যাইয়া সেতারা হইয়া
রাব্বুল আলমিনে করে সিজদা
শান্ত হইয়া মনে এশকেরই কারণে
দোস্ত বলিয়া করিলেন ওয়াদা।।

একূল সেকূলে তব কৃপা বলে
তরবেন যত পাপী বান্দা
বলে দুর্বিন শায় চিনি না তাহায়
ভবেরই মায়ায় রইয়াছি বাঁধা।।

(আল্লাহ স্মরণে)