আল্লা তোমায় ডাকি গো

আল্লা তোমায় ডাকি গো
তুমি দয়া করো গো।
এই নাম বিনে আর নাই ভরসা।।

কতজনা তোমার প্রেমে
লাগিল ভাবের নেশা।
ঘরবাড়ি ছাড়িয়া কত
গাছতলায় করে বাসা।।

নামের মধু পান করিয়া
মিটায় প্রেমের পিপাসা।
কেউরে হাসাও কেউরে কাঁদাও
কেউরে করো নৈরাশা।।

কুহে তুরে মুসার তোরে
দেখাও কত তামাশা।
সাদ্দাদ মরে বেহেস্ত দ্বারে
মনেতে রইল আশা।।

ইউসুফেরে কুয়ায় ফেলে
আবার বানাইলে বাদশা।
সকলই করিতে পারো
বলে পাগল দুর্বিন শাহ।।

(আল্লাহ স্মরণে)