আমারে ভিন্ন বাসিয়া
কই রইল নিষ্ঠুর কানাই
যারে আপন বলে
প্রাণে দিলাম ঠাই।।
সই লো সই
আমি যারে বলি আপন
সে কেন আজ করে এমন গো
আমারে দিলো বিসর্জন
কার মুখ চাইয়া প্রাণ জুড়াই।।
সই গো সই
বিশ্বাস করে প্রাণবন্ধুরে
মনপ্রাণ দিলাম তারে গো
দোষী হইলাম এ সংসারে
লোকে কয় কলঙ্কী রাই।।
সই গো সই
সখি তোমরা আমার হইয়া
প্রাণবন্ধুরে দেও আনিয়া গো
বন্ধুরে বুকে রাখিয়া
নগরবাসীরে দেখাই।।
সই গো সই
দুর্বিন শাহ কয় পাখি হইয়া
দেখব তারে তাল্লাশিয়া গো
সর্বদুঃখ পাশরিয়া
যদি বন্ধের দেখা পাই।
(সখির সনে রাধার উক্তি)