আমায় নিয়া চল তোরা ওই না আরব দেশে

আমায় নিয়া চল তোরা ওই না আরব দেশে
দিবানিশি যার কারণে কাঁদি একা বসে।।

নাম শুনে প্রাণ হয় দেওয়ানা, আমায় নিয়ে যাও মদিনা
মনপ্রাণ টিকিতে চায় না, উড়িল বাতাসে।।

কোথায় আছো ও যাত্রী দল, হও না এসে পথের সম্বল
যাব আমি হইয়া পাগল, নবির তল্লাশে।।

কোথায় নবি দ্বীন পয়গাম্বর, মরণকালে নিও খবর
দুর্বিন শাহ চরণের চাকর, কাদে আশার আশে।।

(নবি স্মরণে)