আমায় রাখিও চরণ তলে

আমায় রাখিও চরণ তলে
দয়াল মুর্শিদও, আমায় রাখিও চরণ তলে।
মানবজনম ধন্য হবে তোমারে পাইলে
দয়াল মুর্শিদও।।

মুর্শিদও
সয়ালের দয়াল তুমি নির্ধনিয়ার ধন
অকূলিয়ার কূল তুমি অন্ধেরই নয়ন
দিয়া চরণ রাখো জীবন পড়েছি অকূলে।।

মুর্শিদও
অনাথের নাথ বলি রাখি কত আশা
দয়া করে চরণ তলে আমারে দিও বাসা
মিটাইও মনের পিপাসা বসে আমার কোলে।।

মুর্শিদও
তুমি হও আশিকে খোদা সুরতে ইনসান
নুরেরই পুতুলা তুমি হাবিবে দেওয়ান
দুর্বিন শাহ কয় তোমার সমান দরদি নাই ভূতলে।।

(মনঃশিক্ষা)