আমি ফুল তুলিয়া সাজাইলাম শয্যা গো
ও বোধহয় সখি পাব গো লজ্জা।।
বনফুলের হার গাঁথিয়া রাখিনু শয্যা সাজাইয়া
সই- সই গো, আসত যদি শ্যাম কালিয়া
করতাম চরণ পূজা গো।।
আসবে বলে বিনোদিয়া, রজনী রইলাম জাগিয়া
সই- সই গো, না জানি কী দোষ পাইয়া
আমায় দিল এত সাজা গো।।
আইল না গো মনচোরা, সুখের নিশি হইল সারা
সই- সই গো, দুই নয়নে বহে ধারা
শুকাইল কলিজা গো।।
রজনী প্রভাত হইবে, আর কী মোর বন্ধু আসিবে
সই- সই গো, দুর্বিন শাহ কয় সখি
সবে আন বনরাজা গো।।
(সখির সনে রাধার উক্তি)