আমি তোমায় চিনতে গিয়া
পড়েছি বিষম ফাঁদে
করে হেলা জুড়ছি খেলা
দিন গেল মায়ার ঝোঁকে।।
কেউ বলে আছে কেউ বলে নাই
কেউ সাকার কেউ নিরাকার সাঁই
কেউ বলে সব সময় পাই
লুকি দিয়া আড়ালে থাকে।।
করতে গেলে মীমাংসা মূল
আসল কাজে পড়ে ভুল
তুমি করাও সব গণ্ডগোল
মানুষে গোনাহগার ডাকে।।
হুকুম ছাড়া কেউ চলে না
কোরানেতে আছে মানা
হুকুমদারি হয় যে জনা
সে জন আসে যায় ফাটকে।।
আমাতে তুমি রয়েছ
আমায় নিয়া খেলিতেছ
জীব দিয়া জীব নাশিতেছ
ফাঁদ পেতে দুনিয়ার বুকে।।
আমি যদি হই গো দোষী
তোমার গলায় পড়ছ রশি
আমি কম হইতে তুমি বেশি
তুমি আগে যাও দোজখে।।
তবে আইনে এই যে বিচার
দুর্বিন শাহ কেন দোষী আবার
কৃপা যদি থাকে তোমার
কে আমাকে বন্ধ রাখে।।
(জীব-পরমতত্ত্ব)