আর আইসো না মহরমের চান

আর আইসো না মহরমের চান
এই যে দুনিয়ায়
একবার এসে শেল দিয়াছ
মা জহুরার কলিজায়।

কর্মদোষে বিবি জায়েদায়
হজরত ইমাম হাসানকে জহর খাওয়ায়
জহর-বারি করল কারি
শোকেতে বুক ফেটে যায়।।

দুই নয়নে জলধারা বয়
কাঁদিয়া কাঁদিয়া বেটা কাসেমেরে কয়
শীঘ্র ইমাম হোসেনে আনো
প্রাণ যাবে মোর বেদনায়।।

কাসেম শুনে গেলেন দৌড়িয়া
ইমাম হোসেনের তরে বলেন কাঁদিয়া
চাচা তুমি দেখো যাইয়া
বাবাজান হইলেন বিদায়।।

ইমাম হোসেন আসেন চলিয়া
গলে ধরে ইমাম হাসান বলে বিনাইয়া
কাসেমেরই সঙ্গে বিয়া দিও
বিবি সখিনায়।।

এই বলিয়া চক্ষু মুদিল
শোকেতে মদিনা শহর অন্ধকার হইল
দুর্বিন শাহ কয় দুঃখ দিলো
হায় রে দারুণ বিধাতায়।।

(কারবালা স্মরণে)