আর কতদিন রাখব যৌবন

আর কতদিন রাখব যৌবন
লোকের বৈরি হইয়া
প্রাণসখি গো
সোনার যৌবন গেল
অকারণ কাঁদিয়া কাঁদিয়া।।

ও সখি গো-
যৌবন ও গোলাপ কলি
রইয়াছে ফুটিয়া সখি
ভ্রমর আয় না, মধু খায় না
কীসের লাগিয়া।।

ও সখি গো-
ভ্রমর বিনা ফুলের মধু
যাইতেছে শুকাইয়া সখি
জানি সে কোন বা দেশে
রইয়াছে ভুলিয়া।।

ও সখি গো-
কোন রমণী পাইয়া তারে
রেখেছে চাপাইয়া সখি
কয় দুর্বিন শাহ
ভালোবাসা কে নিলো ভাঙিয়া।।

(সখির সনে রাধার উক্তি)