আরে ও আমার সেই বিদেশি নাও

আরে ও আমার সেই বিদেশি নাও
কোথা হতে এলে মাঝি বেয়ে যাও।।

ও মাঝি রে, যাবার বেলা নদীর পারে
আমার বন্ধু যদি পাও রে, আমার বন্ধু যদি পাও
মুই দুঃখিনীর খবরখানি চরণে জানাও।।

ও মাঝি রে, যদি না বললা বন্ধু রে
আমার মাথা খাও রে মাঝি, আমার মাথা খাও
শীঘ্র যাইয়া প্রাণবন্ধুয়ার ঘাটে নাও ভিড়াও।।

ও মাঝি রে, দুর্বিন শাহ কয় সে বিদেশে
শীঘ্র বাইয়া যাও রে মাঝি, শীঘ্র বাইয়া যাও
লিলুয়া হিল্লোলে উঠছে রঙের পাল উড়াও।।

(ভাটিয়ালি)