আরব দেশে ফুটছে ফুল
শেষ নবি মোহাম্মদ রাসুল।
নুরের পুতুল, আশরাফুল আম্বিয়া রে।।
পাগল মন রে-
স্যায়্যিদুল মুরছালিন
খ্যাতিমান নবিয়্যিন
ছায়াবিহীন কায়া সঙ্গে লইয়া।
নুরনবি হাবিবে খোদা
দিলেন শাফায়তের ওয়াদা
পাগল মন রে-
পাপী-তাপী নিবেন উদ্ধারিয়া রে।।
পাগল মন রে-
জিন-ইনছান ফিরিস্তারা
সাজিয়া ফুলের ভ্রমরা
আত্মহারা এশকেতে মজিয়া।
যে দেখিল ফুলের ঝলক
তার হইয়াছে হারাম দোজখ
পাগল মন রে-
সে হইয়াছে ফয়েজে আউলিয়া রে।।
পাগল মন রে-
তৌহিদের বাণী মুখে
আসিয়া এই ধরার বুকে
প্রেমসুধা দিলেন বিলাইয়া।
উয়াতি-উল্লাহি উয়াতি-উর-রাসুল
পার করিবেন সেরাতের পুল
পাগল মন রে-
এ দুর্বিন শাহ আশায় রইল চাইয়া রে।।
(নবি স্মরণে)