আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
ও শাহানশাহী দরবার, তুমি গরিবে নেওয়াজ।।

পাইলেন নবিজির ফরমান, আবাদ করিতে আইলেন
দেশ হিন্দুস্তান, উড়াইলেন দ্বীনেরই নিশান
কেরামতে নত হলো, সেরা পৃথ্বিরাজ।।

কর্ণেতে শুনি লোটাতে ভরিয়া আয়না
সাগরের পানি, আছে জগতে ধ্বনি
সেনাসৈন্য জাদুগির, সবে পাইল লাজ।।

যার সামা শুনিয়া, বাগদাদের শহর সারা
উঠল কাপিয়া, চাইল যাইত নামিয়া
ধ্যানে বসে বড়ো পির, শুনিলা আওয়াজ।।

দেখেন বড়ো পির, আশাতে ঠেশ দিয়া
জমি করল স্থির, আছে জগতের জাহির
দুর্বিন শাহ সেই পদধূলি, শিরে রাখি তাজ।।

(ওলি-আউলিয়া স্মরণে)