আসিয়া ভবের বাজারে

আসিয়া ভবের বাজারে
পড়িয়া কামিনীর ফেরে
ধনরত্ন সব দিলাম যাচিয়া রে।।

পাগল মন রে-
নতুন বয়সের কালে
মায়াফাঁসি নিলাম গলে
যতন করিলাম
বড়ো রতন বলিয়া
না জাইনে বাজারের দিশা
সোনার দরে কিনলাম সীসা
পাগল মন রে-
লাভের আশায় খাস্তা গেলাম দিয়া রে।।

পাগল মন রে-
ছয়জন হইয়া সঙ্গের সাথী
ঘটাইল আমার দুর্গতি
মদনা চোরায় সব দিলো লুটাইয়া
পুঞ্জি গেল ষোলো আনা
লাভ হইল না
হইলাম দেনা
পাগল মন রে-
রঙ্গবাজারে প্রেমের দোকান দিয়া রে।।

পাগল মন রে-
হারাইয়া অমূল্য রতন
এখন সার হইয়াছে কান্দন
দুর্বিন শাহ কয় দেশে যাব
কি ধন সঙ্গে লইয়া
জিজ্ঞাসিলে মহাজনে
জওয়াব নাই আর স্বীকার বিনে
পাগল মন রে-
নির্বিচারে জেলে দিবে নিয়া রে।।

(মনঃশিক্ষা)