আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম।।
আলহামদুতে স্মরণ প্রভু নিরঞ্জন
সৃজন-পালন-মারন হয় যার কাম।।
আহাম্মদে মীম জুদা, দোস্ত যারে বলে খোদা
দুরুদ সালাম তিনির পদে ভেজিলাম।
আবুবকর হজরত আলি ওমর ওসমান গনি
চারি আসহাবেরি পরে হাজার সালাম।।
ফাতেমা জহুরা বিবি বাপ যার নুর নবি
বেহেস্তের গুলজার বাতি দুই ভাই ইমাম।।
আদম হইতে ঈসা নবি সকলের চরণ সেবি
পির আউলিয়া গাউস কুতুব যতেক ইসলাম।।
বড়ো পিরের চরণে সালাম দেই অধীনে
খাজা মইনুদ্দিনের পদে সালাম ভেজিলাম।।
শাহজালালের পদে সালাম দেই বিশদে
ওস্তাদেরই চরণখানা স্মরণে নিলাম।।
মাতা-পিতার চরণ করিনু স্মরণ
তিনশত দশদিন যার গর্ভেতে ছিলাম।।
ছোটো বড়ো শ্রোতাগণ সভাতে আগমন
আস্সালামু আলাইকুম সবায় জানাইলাম।।
দুর্বিন শার মিনতি জেনে মোর মতি
মাফ করিবেন ভুলভ্রান্তি ইতি যে দিলাম।।
(আল্লাহ স্মরণে)