বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া
ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া।।
বলেছিল আষাঢ় মাসে নিবে সে নাইওর
আষাঢ়-শ্রাবণ-ভাদ্র গেল মিলে না খবর
আশ্বিন মাসে কালবর্ষা যাবে রে ফুরাইয়া।।
আষাঢ়-শ্রাবণ-ভাদ্র মাসে নতুন জলের খেলা
নাইওর যাইবার আশে আমার নয়নে বয় নালা
কার্তিক মাসে নিবে নাইওর বাঁশের পালকি দিয়া।।
ওই না নদীর ভাটিয়াল বাঁকে আমার বাবার বাড়ি
দুর্বিন শাহ কয় কইও খবর যাইয়া তাড়াতাড়ি
তোমার বেটি প্রাণ ত্যাজিল বিষের বড়ি খাইয়া।।
(আখেরতত্ত্ব)