বিশ্বপতি খোদা তোমার
খেলা বোঝা বড়ো দায়
শুনি তুমি অন্তর্যামী
ব্যাপিত সর্ব জায়গায়।।
যে বা ডাকে তোমায় অতি কাতরে
তার ধারে না আসিয়া থাকো দূরে
ধ্যানে জ্ঞানে পাই তোমারে
খুঁজিলে না ধরা যায়।।
এ বিচিত্র করিয়া সৃজন
জীবজন্তু পাপপুণ্য করেছে প্রেরণ
দিয়া সে মায়া আবরণ
লিপ্ত রেখেছে সবায়।।
যেমন কৌশলে পুতুল বানাইয়া
টিপকলে চাবি দিয়া
নাচাইতেছে আদেশ দিয়া
ইচ্ছাতে ঘুরে বেড়ায়।।
তুমি জীবের সৃষ্টিকর্তা
সৃজন পালন সংহারণে তোমারই বার্তা
তুমি বিন্দুরূপী পরমাত্মা
কয় পাগল দুর্বিন শায়।।
(আল্লাহ স্মরণে)