বলি তোরে খুব হুঁশিয়ারে

বলি তোরে খুব হুঁশিয়ারে
থেকো রে সাবধান
বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া
আসবে রে তুফান।।

নদীর নাম হয় কামসাগর
যখন নদীর উঠে লহর
তখন জানো নদীর ভিতর
ভাসে এক নিশান
ডাইন পাশেতে কিছু পড়া
জানো তার সন্ধান।।

বামটার দিকে করো সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
‘আম্বরণ সাম্বরণ’
সুতা আছে বিদ্যমান
পড়ো যদি তার চক্করে
হবে পেরেশান।।

আর এক সুতা প্রসারণ আছে
সেই সুতা হয় নদীর নিচে
মণিমুক্তা ভাসিতেছে
সুল্লারই সমান
সেই সুতার সাধন করিলে
হবে না লোকসান।।

খুব হুঁশিয়ারে সাবধান হইয়া
নদীর কূলে বসো যাইয়া
অনুরাগের হুমা ডেকে
আসবে রে তুফান
কয় দুর্বিন শাহ, থাকলে আশা
নৌকাটা ধরো উজান।।

(কামতত্ত্ব)