বন্ধু রে তোর কঠিন হিয়া

বন্ধু রে তোর কঠিন হিয়া
আমি অভাগিনী, কত কলঙ্কিনী
মনপ্রাণী তোমারে দিয়া।।

প্রাণ করে চুরি হলে দেশান্তরী
করিলে চাতুরি নিষ্ঠুর হইয়া
যে দেখে দেয় গালি, কুলনাশিনী বলি
পাগল সাজাইলি জগৎ জুড়িয়া।।

কেউ দেয় খোঁটা কেউ বলে কুলটা
কেউ বলে এটা যাউক মরিয়া
সর্বস্ব ত্যাগী, সাজিয়া বৈরাগী
কলঙ্কের ভাগী তোর লাগিয়া।।

দুর্বিন শাহ কেঁদে কয় মরণ সময়
মনে যদি হয় যাইও দেখিয়া
অন্তিমের কথা মনে রেখো গাঁথা
কসম লাগে যদি যাও ভুলিয়া।।

(রাইবিচ্ছেদ)