বন্ধু রে তুই নিষ্ঠুর পাষাণ
খুঁজিয়া না পাই তোমারে
করিয়া কতই সন্ধান।।
একদিন মাত্র দেখা দিলে
নতুন প্রেমে দাগ লাগাইলে রে
এখন আমায় কান্দাইলে
আইলায় না রে কালার চান।।
প্রথম প্রেম নতুন বয়সে
তুই বন্ধু রইলে বিদেশে রে
আসিলে যৌবনের শেষে
প্রাণ ছাড়া কি করবো দান।।
কতই ভাবে ছল করিয়া
দুর্বিন শারই প্রাণ কাড়িয়া রে
সরলে গরল দিয়া।।
কেন তুই করলে হয়রান।।
(রাইবিচ্ছেদ)