বন্ধু রে-
তোর দয়াল নামটি জগতে ঘোষণা
সর্বজীবে পাইল দয়া
মুই দাসী পাইলাম না রে।।
লতায় পাতায় দেখি
কত দয়ারই নমুনা
কত পাপী উদ্ধারিলে
মোর ভাগ্যে হইল না রে।।
ডাকলে যেই জন দয়া করে
দয়াল তারে কই না
ডাকলে যে দয়া করে
দয়াল হয় সে জনা রে।।
ত্রিজগতে মিলে না রে
ওই নামের তুলনা
দয়ারই ভাণ্ডার তুমি
আছে আমার জানা রে।।
আমার বলতে নাই কিছু
তোমার ষোল্লোআনা
দুর্বিন শাহ কয় পাইতে আশা
চরণও দু-খানা রে।।
(বিরহ আক্ষেপ)