বনের কোকিলা রে
তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
আমার খবর কইও গিয়া
বন্ধু যেথায় রইল রে কোকিলা।।
বসন্ত আসিতে কোকিল
তুমি দিলে দেখা
বন্ধু বিনে আমি নারী
কেমনে থাকি একা
তোমার গায়ে আছে পাখা
খবর লইয়া চলো রে কোকিলা।।
কুহু কুহু স্বরে কোকিল
গাও রে মধুর গান
তোমার গানে যৌবন নদীর
ধরে যে উজান
কার মুখে চাহিয়া জুড়াব প্রাণ
যৌবন বাদী হইলে রে কোকিলা।।
যেদিন বন্ধু ছেড়ে গেছে
আসবে কইয়াছিল
গেল কই আর আইল না
কারে পাইল ভালো
দুর্বিন শাহ কয় বন্ধু বিনে
মরণ অমঙ্গল রে।।
(কোকিল সংবাদ)