ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী

ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
থাকব গোকুলে তব কলঙ্কের স্মৃতি।।

গাছে শোভা থাকলে ফল, নদীর শোভা ভরা জল
আরেক শোভা ভূমণ্ডলে দিবা ওরে রাত্রি
রাত্রের শোভা দিবা, গুরুর শোভা শিষ্যের সেবা
নারীর শোভা কেমনে ঘরে না থাকলে পতি।।

নদীর শোভা নাইয়া, নৌকার শোভা ছইয়া
স্বামী বুকে লইয়া যদি না থাকে পতি
কী করিবে ধনে কুলে আর মানে
পতি বিনে সতীর মনে পায় না শান্তি।।

যদি বন্ধু ছেড়ে যাও এ দাসীরে সঙ্গে নাও
নইলে বুকে ছুড়ি দাও করি মিনতি
বলে পাগল দুর্বিন শাহ, কাছে পাইলে তোমায়
মৃত দেহ প্রাণ পাইবে আঁধারে জ্যোতি।।

(কুঞ্জ ভঙ্গ)