দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা

দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
ও প্রেম করছে যেজন, মরছে সেজন
সে বিনে কেউ জানে না।।

ইউনুস নবি প্রেমিক ছিল
আসল প্রেমে মত্ত হলো রে
মাছে তারে গিলে খাইল
ধরল সে প্রেম ছাড়ল না।।

ইব্রাহিম নবি প্রেমিক ছিল
অগ্নিকুণ্ডে ত্রাণ পাইল রে
নিজ বেটা কুরবানি দিলো
দেখায় প্রেমের বাহানা।।

মুসা নবি প্রেম করিল
কুহেতুরে নুর দেখিল রে
নুরের তেজে পাহাড় জ্বলে
মুসা কিন্তু জ্বলে না।।

ইউসুফ আর জুলেখা বিবি
জগতে যার প্রেমের খুবি রে
লাইলি মজনু দুজনার প্রেম
জগতে হয় ঘোষণা।।

রাবিয়া বসরী বিবি
দেখাইলেন প্রেমের খুবি রে
শিরির জন্য ফরহাদ মরে
হইয়া প্রেমের দিওয়ানা।।

পাগল দুর্বিন শাহ বলে
এমন প্রেমিক কয়জন মিলে রে
সেই প্রেমেরই প্রেমিক না হইলে
বন্ধের দেখা মিলে না।।

(প্রেমতত্ত্ব)