দেহতরি কলের ঘোড়া
বায়ু ভরে আছে খাড়া
চালাইতেছে মন-মনরা
যথা ইচ্ছা চায়।।
ঘোড়ার ভিতর আজব কল
আগুন-মাটি-হাওয়া-জল
ভরেছে করে কৌশল
আপনি খোদায়
নয় জানালা আট কোটরা
আটতলায় মন-মনরা
কুদরত উল্লার লড়াচড়া
মধ্যেরই কোঠায়।।
ইচ্ছামতো করে কাম
চামের জিন বায়ুর লাগাম
জ্ঞানের চাবুক হাতে নিয়া
মনরা চালায় ছয়জন
আছে গুপ্ত চোরা
চুরি করে নিয়া ঘোড়া
ঝাড় জঙ্গলে এ কুপথে
সর্বদা ঘোরায়।।
ঘোড়ার পেটে ক্ষুধার জ্বালা
খানা দিতে হয় তিনবেলা
দিতে সে ঘটে জ্বালা
চলে না রাস্তায়
বৃদ্ধ হলে কলের ঘোড়া
খুলে যাবে হাড়ের জোড়া
ফাঁকি দিয়া মন-মনরা
ভাগিয়া পলায়।।
সেদিন ঘোড়া থাকবে পড়ি
করবে না আর দৌড়াদৌড়ি
মাটির দেহ হবে মাটি
মিশিবে ধরায়
বায়ুতে বায়ু মিশিবে
অনলে অনল যাবে
জলে জল গ্রাস করিবে
বলে দুর্বিন শায়।।
(দেহতত্ত্ব)