ধরলে না অধরারে, ওরে পাগল

ধরলে না অধরারে, ওরে পাগল
ধরলে না অধরা
ধরবে যদি অধরারে
বসত করো পাগলপারা।।
লাহুত-জবরুত-নাছুতে
খেলা করে কুদরতে
চাও যদি তারে ধরিতে
লও পিরের ইশারা।
ক্বলব-রুহু-ছহর-খপি
আছে ছয় সিতারা
ছয় লতিফায় চাবি দিয়া
নাছুতপুরে দেও পাহারা।।

আক্কোল-বুদ্ধি-হুঁশ-ফাহাম
এ চারজনে করে কাম
তাদের সনে কুদরত উল্লা
করে লড়াচড়া।
আলিফ-লাম-হে অক্ষরে
তালা কুনজি ধরা
মীমের পেশে চাবি দিলে
খুলবে লাম আলিফের জোড়া।।

কলিজায় রহমত অলি
ফেক গোশার থলি
দিলের ভিতর আক্কল আলী
করে ঘুরাফেরা।
নাভির চার-আঙুল নিচে
সাদা তিন কটরা
দুর্বিন শাহ কয় চাইয়া দেখ
তিনটা জিনিস আছে ভরা।।

(সাধনতত্ত্ব)