দমে দমে জপো রে মন
লা-ইলাহা ইল্লালাহ।
নামের পাছে নাম রহিয়াছে
মোহাম্মদ রাসুলউল্লাহ
লা-ইলাহা ইল্লালাহ।।
ওয়াহাদাহু লা-শরিক যিনি
ছামিউন বাছির তিনি।
দেখে শুনে অন্তর্যামী
মাফি ক্বালবী গায়রুল্লাহ।।
নামের গুণে ঘোর নিদানে
উদ্ধারিলা কত জনে।
যার হুকুমে এ জাহানে
পয়দা এ খল কুল্লাহ।।
পাপ নাশিতে ধরার বুকে
নবি পাঠান ইহলোকে
তৌহিদের বাণী মুখে
নুর মোহাম্মদ সাল্লালাহ।।
আমি গোনাগারে চাহি
মিলাও দিদার ইয়া এলাহি।
দুর্বিন শাহ এ পথে রাহি
আশিকে ফানা ফিল্লাহ।।
(মনঃশিক্ষা)