ডুবল জগৎ কাম নদীতে

ডুবল জগৎ কাম নদীতে
নদীর তরঙ্গ দেখিয়া
মানুষ মরে ডুবিয়া
পারে না বেহুঁশ কূলে উঠিতে।।

নদীর উজানে পাহাড়
কামেতে নাম তাহার
আসে রে জোয়ার
বিনা মেঘেতে।
জোয়ার দিলে ভাটা
পাড়ে লাগে ঘাটা
সাধু-ফকির যায়
লাই খেলিতে।।

যে হয় বেপারি
অতি তাড়াতাড়ি
নৌকাটি ছাড়ে
জোয়ার আসিতে।
ধরে নৌকা উজান
থাকিয়া সাবধান
জোয়ার ঠেলিয়া
যায় কিনারাতে।।

যখন উঠে তরঙ্গ
ধরি তিনটা রঙ
পানির লহরে চায়
পাড় ভাঙিতে।
যে হয় হুঁশিয়ার
হইয়া খবরদার
দুর্বিন শাহ কয়
পারে নৌকা বাঁচাইতে।।

(কামতত্ত্ব)