দুঃখ বুকে, কই না মুখে
করিয়া প্রচার, প্রাণসখি গো
কালার সনে প্রেম করিয়া
হলো সখি কলিজা আঙ্গার।।
ও সখি গো-
বিধি যা লিখল কপালে
মিটল না আমার
কোনো দেশে না পাই তালাশ
দেখা বন্ধুয়ার।।
ও সখি গো-
দারুণ প্রেমের শেল গো সখি
বিন্ধিল আমার
প্রেমের জ্বালায় অঙ্গ কালা
নয়নে বয় ধার।।
ও সখি গো-
প্রেমের আগুন জলছে দ্বিগুণ
হৃদয়ের মাঝার
প্রাণ থাকতে হলো না দেখা
কান্দা মাত্র সার।।
ও সখি গো-
প্রাণ যাবে মোর প্রেমজ্বালাতে
হইয়া বেকারার
দুর্বিন শাহর মরণকালে
চরণ দেখাইও একবার।।
(সখির সনে রাধার উক্তি)