ঘর বানাইলো রে মালিক মেস্তরি
ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।
মন রে-
এক বিন্দু দিয়া পানি
বানাইয়াছো ঘর
দুই শ ছয়টা খাম্বা দিছে
সেই ঘরের ভিতর
আট বাঁক বারো বোরুজ
চোদ্দো রিকাব দিয়া
আট কুঠুরি নয় দরজা
দিয়াছে সাজাইয়া
ও মন, ঘর বানাইলো রে।।
ও মন রে-
সাত সমুদ্র তেরো নদী
এই ঘরেতে আছে
আকাশ জমি বেহেস্ত দোজখ
ভিতরে রহিয়াছে
বেহেস্ত দোজখের কাছে
শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে
ঘরের জমিদার
ও মন, ঘর বানাইলো রে।।
মন রে-
চাইর কুতুব ষোলো প্রহরী
দেয় তারে পাহারা
আগ দুয়ারে মূল মহাজন
করে ঘুরাফিরা
সিদরাতুল মুনতাহাপুরী
মগজেরই ধারে
রফরফ ছোয়ারী সদায়
আশা যাওয়া করে
ও মন, ঘর বানাইলো রে।।
মন রে-
ললাটেরই নিচে আছে
আবে-হায়াত নদী
জলের নিচে দুইটি বাত্তি
জ্বলছে নিরবধি
ক্বলব-রুহু ছহর-খপি
ডাইনে বামে রয়
চব্বিশ হাজার ছয়শত ধারা
দিনে-রাইতে বয়
ও মন, ঘর বানাইলো রে।।
মন রে-
কামনদীর দক্ষিণ ধারে
ত্রিবেণীর বাজার
সেই বাজারে যাইতে পারে
ভাগ্যে আছে যার
বাজারে মানুষ নাই
ঘর চালে চালে
অন্ধরা দেয় দোকান
খরিদ করে কালে
ও মন, ঘর বানাইলো রে।।
মন রে-
সেই ঘরেরই দুই ধারেতে
আছে দুই পাহাড়
পাহাড়েরই নিচে আছে
ঝরনা বেশুমার
বাহাত্তর হাজার নালায়
সদায় আসে জল
নাভিমূলে বসাইয়াছে
জলেরই দমকল
ও মন, ঘর বানাইলো রে।।
মন রে-
সাত পর্দার নিচে আছে
কুলুবিল মোমিন
সেই মোকামে বিরাজ করে
এলাহি আলামিন
সেই মোকামের চোদ্দো কোঠা
যদি দেখতে চাও
দুর্বিন শাহ কয় বর্জখ্ ধ্যানে
ঘরের ভিতর যাও
ও মন, ঘর বানাইলো রে।।
(দেহতত্ত্ব)