গিরিধারী নাগর ওরে বংশীধারী
সারা নিশি রইলায় কার বাড়ি।।
সাজাইয়া ফুলেরই শয্যা
মুই অবলা নারী
পাইলাম লজ্জা বাসি শয্যা
সই লো নয়নে বয় বারি রে।।
হাতের বালা গলের মালা
নেও গো সখি তোরা
পোড়া গায়ে আর কত শোভে
হায় রে নূপুর নীলাম্বরী রে।।
রাত্র হলো ভোর ধরি
সুর কোকিলায় গায় সারি
দুর্বিন শাহ কয় আর কত সই
আমি সাজলাম শেষ নাইওরি রে।।
(রাইবিচ্ছেদ)