গরিব নেওয়াজ নামটি

গরিব নেওয়াজ নামটি
দয়াল খাজা মইনউদ্দিন
চকি দরবার দিলা যারে
আপে এলাহি আলমিন।।

কুতুবুল মাশায়েক তিনি
দলিলে যার প্রমাণ শুনি
শাহি দরবার তেরা জানি
কুদরতে দিলা অধীন।।

চিস্তিয়া তরিকা তোমার
এ জগৎ জুড়িয়া তাহা হইয়াছে প্রচার
তরিলা কতই গুনাগার
ওই পদে দিয়া জামিন।।

করিলা ইসলামি দ্বীন জারি
শাহী দরবার রাখিয়াছেন শহর আজমিরি
হইও দুর্বিন শার কাণ্ডারি
জাইনে আমায় দীনহীন।।

(ওলি-আউলিয়া স্মরণে)