গরিব নেওয়াজ নামটি
দয়াল খাজা মইনউদ্দিন
চকি দরবার দিলা যারে
আপে এলাহি আলমিন।।
কুতুবুল মাশায়েক তিনি
দলিলে যার প্রমাণ শুনি
শাহি দরবার তেরা জানি
কুদরতে দিলা অধীন।।
চিস্তিয়া তরিকা তোমার
এ জগৎ জুড়িয়া তাহা হইয়াছে প্রচার
তরিলা কতই গুনাগার
ওই পদে দিয়া জামিন।।
করিলা ইসলামি দ্বীন জারি
শাহী দরবার রাখিয়াছেন শহর আজমিরি
হইও দুর্বিন শার কাণ্ডারি
জাইনে আমায় দীনহীন।।
(ওলি-আউলিয়া স্মরণে)