গুণের ননদ লো- গুণের ননদ লো

গুণের ননদ লো- গুণের ননদ লো
তোর ভাই রইল বৈদেশে
থুইয়া গেল, আর না আইল
আমি রইলাম আসার আশে।।

প্রেমের আগুন জ্বলে দ্বিগুন বসন্ত বাতাসে
কেউ যদি থাক দরদি যাও না গো তার তাল্লাশে।।

পুরুষ ভ্রমরা জাতি নতুন ফুল পাইলে বসে
মধু খাইয়া যায় উড়িয়া আর কি গো ফিরে আসে।।

আমারে গেল ছাড়িয়া যৌবনের আষাঢ় মাসে
উত্তাল তরঙ্গ নদী ঢেউ খেলে জলোচ্ছ্বাসে।।

কাল মেঘে সাজ করেছে চন্দ্র লুকায় আকাশে
আমি নারী জ্বলে মরি সে থাকে পরবাসে।।

দুর্বিন শাহরই কপালপোড়া প্রাণবন্ধে ভিন্ন বাসে
বন্ধুহারা অনাথিনী মরি গো প্রেম পিপাসে।।

(জটিলার সনে রাধার উক্তি)