হাবিব উল্লা যাহার নামটি
কোরানে প্রচার
নিজ নুরেতে সৃজন করে
দোস্ত বলেন পরোয়ার।।
সেই নুর প্রথমে করিলা সৃজন
আউয়ালেতে রেখেছিলেন
গোপন করিয়া
দুওমে মায়া লাগাইয়া
সৃজিয়াছে এ সংসার।।
ফাতেমা জহুরা যার নাম
স্বামী যার হজরত আলি
বেটা দুই ইমাম
আরশের ‘কাঙ্গুরা’ প্রমাণ
রেখেছে হাতে যাহার।।
জিন ইনসান ফিরিস্তা সবায়
যাহারই গুণের প্রশংসা
গৌরবেতে গায়
দুনিয়া সৃজিলেন খোদায়
খাতিরে ওই মোস্তফার।।
এক নুরেতে করে দুই নুরী
আখেরে পাঠালেন করে
ইসলামের তরি
দুজাহানের অধিকারী
দুর্বিন শারই মূলাধার।।
(নবি স্মরণে)