হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত

হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত।
তোমারই উপরে ভেজি, হাজার মোনাজাত।।

তুমি হাবিবে আলা, তাওহিদের সরবত হাতে
নুরি পিয়ালা, সাফায়াত করনেওয়ালা।
সেই সুরা পান করিল, সারে মাখলুকাত।।

আনিলে বেহেস্তি সাওগাত, কালেমা নামাজ রোজা
হজ আর জাকাত, পাপীরা পাইতে নাজাত।
আশিকানে আকর্ষণে লভিল জান্নাত।।

তুমি নুরে আলা নুর, হরদম আশিকে চাহে
দিদারে হুজুর, প্রেমে রইয়াছে বিভোর।
দুর্বিন শাহ রাখি আশা, পাইতে মাগফেরাত।।

(নবি স্মরণে)