হায়রে পাগল মনা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
যৌবন গাছে প্রেমের ফুল
ধরে কী সুন্দর
নিত্য নিত্য পান করে
সে প্রাণেরই ভ্রমর
বসন্তের সুবাতাসে
প্রেমের ফুল পড়ে খসে
পাইলে সে ফুল পাগল বেশে
হায়রে মাশুক দেওয়ানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
ওয়াস কুরুনী নামে একজন
ছিল প্রেমের মহাজন
নবিজির প্রেমে দিলো
মনপ্রাণ বিসর্জন
উহুদের ময়দানেতে
কাফেরের লড়াইয়েতে
নুর নবিজির দন্ত শহিদ
হয়েছিল একখানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
ওয়াস কুরুনী
এ খবর জানিতে পাইয়া
আপনার দন্ত সব
দিলো ফেলিয়া
মাশুকের দুঃখের দুঃখী
যার লাগিয়া কাঁদে আঁখি
ঘর বাড়ি ত্যাজ্য করে
জঙ্গলাতে ঠিকানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
নবিজির মরণের সময়
সবাইকে গেলেন বলে
কুরুনীকে আমার জোব্বা
দিও নিয়া সকলে
আছাবেরা জোব্বা নিয়া
মিশরে গেলেন চলিয়া
মানুষে কয় পাগলের খবর
আমরা বলতে পারব না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
জঙ্গলাতে গাছের তলে
পাইল রে সে দেখা
হায় নবি হায় নবি বলে
কাঁদছে একা একা
আসহাবেরা বলে তারে
ইমাম লও সুআদরে
তোমার মাশুক প্রিয় নবি
দান করলেন জোব্বাখানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
ওয়াস কুরুনী জিজ্ঞাস করে
দাও না পরিচয়
কোন নবির জোব্বাখানা তোদের হাতে রয়
তখনে কয় আসহাবেরা
নবিজির প্রেমের মরা
মরণকালে তোমায় তারা
দিয়া গেলেন নিশানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।
ওয়াস কুরুনী বলে আমার
সন্দেহ হলো মনে
নবিজির আসহাবেরা
তোরা জানি কেমনে
নবিজির দন্ত শহিদ হলো
তোদের দন্ত কেমনে রইল
আসহাবেরা লজ্জা পাইল
জবাব দিতে পারল না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
জোব্বা নিয়া ওয়াস কুরুনী
হলো রওয়ানা
নবিজির রওজা দেখিতে
শহর মদিনা
পাও রেখে সিনা দিয়া
আপনি চলেন হাঁটিয়া
আহসাবেরা তাজ্জব হলো
বিষয় বুঝতে পারল না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
আসহাবেরা জিজ্ঞেস করে
দাও না বলিয়া
পাও থইয়া হাঁটো কেন
সিনাটা দিয়া
মাশুকের মোলাকাতে
যাইতে হয় আদবেতে
পাও দিয়া হেঁটে গেলে
আদব আমার রবে না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
সকলের মোহ গেল
এই কথা শুনিয়া
খাঁটি প্রেমিক মনে করে
যাও না দেখিয়া
পাগল দুর্বিন শাহ কয়
এমন প্রেমিক কয়জনা হয়
এইভাবে প্রেম করিলে
পাবে বন্ধের ঠিকানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
(প্রেমতত্ত্ব)